লালমনিরহাটে ৬ শিক্ষার্থী হত্যার ৯ মাস পরে মামলা, গ্রেপ্তার ৯
আওয়ামী লীগ নেতার পোড়া বাসা থেকে যেসব শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো এবং রাজিব উল করিম সরকার।