বাঁধ নেই, ভাসছে লোকালয়
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে লক্ষ্মীপুরে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারে রামগতির চর আবদুল্লাহ, বড়খেরী, কমলনগরের চরফলকন, চরকালকিনি, সাহেবেরহাট ও রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর চরকাচিয়া, চরখাসিয়া এবং সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের প্রায় ২০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে