লোডশেডিংয়ের যন্ত্রণা, দুই সপ্তাহে যাচ্ছে না
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যেই তীব্র হয়েছে লোডশেডিং। দিনে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে। বিদ্যুৎ-সংকটে ব্যাহত হচ্ছে শিল্পোৎপাদন। এই অবস্থায় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।