‘কোটি টাকায় ইজারা নিয়েছি, হাট কেন বন্ধ রাখবো?’
উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন