বৈরী আবহাওয়ার কারণে সাগরে মিলছে না ইলিশ, হতাশায় ২০ হাজার জেলে
বঙ্গোপসাগরে মাছ ধরায় দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। শুধু তাই নয়, সাগরে মাছ কম থাকায় অনেকে হতাশ হয়ে ফিরে এসেছেন। ফলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেরা অলস সময় পার করছেন।