আইপিএলে দল কিনছেন রণবীর-দীপিকা!
আগামী মৌসুমে আরও দুটি দল বাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল), এই খবর পুরোনো। নতুন কোন শহরের নামে দল দুটি আসছে, তা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে যেমন আগ্রহ আছে, কৌতূহল আছে নতুন মালিকদের ব্যাপারেও। সেই আগ্রহ বাড়াচ্ছে দুটি নাম রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন!