পঞ্চগড়ের বোদার চেয়ারম্যান-মেম্বাররা জেলে, সেবা বিঘ্নিত
রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন। এদিকে চাল বিতরণে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়নের ১১ ইউপি সদস্যের মধ্যে ৮ জন কারাগারে। অন্য তিনজন সংরক্ষিত নারী সদস্য জামিনে মুক্ত হলেও পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন না।