স্মৃতিশক্তিহীন এক যুবক কামারখন্দের হাসপাতালে, মিলছে না পরিচয়
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। স্মৃতি হারিয়ে ফেলার কারণে তিনি নিজের নাম, পরিচয় কিংবা ঠিকানা কিছুই বলতে পারছেন না। তাঁর মুখে শুধু একটিই কথা, কেউ একজন ট্রেন থেকে নেমে যেতে বলেছে।