গাজার জনগণকে রক্ষায় বন্দুকের ট্রিগারেই থাকবে আঙুল: হামাস
যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় সাময়িক যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সরকারের সঙ্গে চুক্তি করলেও জনগণের নিরাপত্তার জন্য সশস্ত্র প্রস্তুতি থাকবে বলে সতর্ক করে দিয়েছে নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।