মশার যন্ত্রণায় অতিষ্ঠ যশোরবাসী
মশার ভয়ানক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরবাসী। ক্ষুদ্র এ পতঙ্গের আক্রমণে অফিস, আদালত, বাসা–বাড়ি, পথ-ঘাট কোথাও মিলছে না স্বস্তি। অথচ এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। একাধিক দফায় তারা বিভিন্ন মহলে মশা নিধনের কথা বললেও বাস্তবে তা হয়নি।