মৌলভীবাজারে পানিবন্দী ৩ লাখ মানুষ, সব নদীর পানি বিপৎসীমার ওপরে
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার ধলাই নদীর বিভিন্ন প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমলগঞ্জ উপজেলা প্লাবিত হয়। রাতে কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন সড়ক তলিয়ে যায়। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন।