গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান
গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দল, মত, শ্রেণি ও পেশানির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের এ বছরের প্রথম অধিবেশনে আজ রোববার সংসদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।