ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স ও ল্যাম্পপোস্টের ব্যাটারি বিক্রির অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ব্যবহৃত ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্সের ব্যাটারি খুলে বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই সঙ্গে পরিষদ চত্বরে থাকা সৌর ল্যাম্পপোস্টের ব্যাটারি বিক্রি করার অভিযোগও রয়েছে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী জহরের বিরুদ্ধে।