মোল্লাহাটে পটল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা
বাগেরহাটের মোল্লাহাটে পতিত জমিতে কাজলা জাতের পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের কৃষক আবু তাহের। এক সময় তার ছিল অভাব-অনটনের সংসার। বর্তমানে পটল চাষ করে তাঁর সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। পড়ে থাকা ৫০ শতক জমিতে পটল চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন তিনি।