তুমি মায়ের মতই ভালো
আজ বিশ্ব মা দিবস। সন্তানের সুখের জন্য এক জীবনে মা হাসিমুখে যে কত ত্যাগ স্বীকার করেন, তা বলে বোঝানো কঠিন। তারকা হয়ে ওঠার পেছনে তাঁদের মায়েদের সংগ্রামও কম নয়! এমনকিছু তারকাদের গল্প থাকল, যাঁদের বিখ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মা।