ঘিওরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা: দেবর রাকিব গ্রেপ্তার
সালাম মিয়া ও তাঁর ভাই রাকিব পাশাপাশি বসবাস করেন। বাড়ির পাশে থাকা দুটি কাঁঠালগাছের একটি কিছুদিন আগে রাকিব কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে সোভাক