মেঘনায় মাছ আহরণ: নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের হয়রানির অভিযোগ
হানারচর ইউনিয়নের জেলে মজিদ সৈয়াল ও নাছির হোসেন বলেন, ‘যারা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ করে, তাদের আইনের আওতায় আনলে কোনো সমস্যা নেই। কিন্তু সুতার জাল দিয়ে মাছ ধরতে গেলেও নৌ পুলিশ হয়রানি করে। তারা জেলেদের আটক করে দূরে নিয়ে টাকা আদায় করে ছেড়ে দেয়। হাইমচর থেকে চাঁদপুর সদর পর্যন্ত সব জেলের একই অবস্