সস্তা সিগারেটের দাম বাড়ালে সমাজে বিশৃঙ্খলা বাড়বে: এনবিআর চেয়ারম্যান
প্রস্তাবিত বাজেটে অনেক ক্ষেত্রেই কর কমানো হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একই রয়েছে। এটিকেই এনবিআরের চ্যালেঞ্জ উল্লেখ করে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমাদের লক্ষ্য হলো, কর কমিয়ে করদাতার পরিমাণ বাড়ানো। কর কম হলে তা দিতে সহজ হবে এবং দেশকে এগিয়ে নিতে সবাই সাহায্য করবেন।