ধ্বংসের পথে ইটাকুমারীর জমিদার বাড়ি, ইট খুলে নিয়ে যাচ্ছে দুর্বত্তরা
চারদিকে খোলা মাঠ। নেই কোনো সীমানা প্রাচীর। গবাদিপশুর অবাধ বিচরণ। ২শ বছর আগের তৈরি দেয়াল থেকে খসে পড়ছে ইট-বালু। চারদিকে লতাপাতা আর ঝোঁপজঙ্গলে ভরা এ বাড়িটি ঘিরে রয়েছে অতীত, ঐতিহ্য, দুঃখ-বেদনার গৌরব গাঁথা অনেক স্মৃতি। রংপুরের পীরগাছায় জরাজীর্ণ, অযত্ন ও অবহেলায় বিলুপ্তির পথে ইটাকুমারীর রাজা শিবচন্দ্র র