পঞ্চগড়ের প্রান্তিক নারীদের নকশিকাঁথা যাচ্ছে বিদেশে
এভাবেই লাকী, শিরিনা ও শেফালীদের জীবন চলে নকশিকাঁথা বুনে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে যাচ্ছে পঞ্চগড়ের নারীদের হাতে তৈরি নকশিকাঁথা। রপ্তানি হচ্ছে ইন্দোনেশিয়া, জার্মান ও ইতালির মতো উন্নত দেশগুলোতে। প্রতিবছর বাড়ছে এ কাঁথার চাহিদা। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ভাগ্যবদল হয়েছে গ্রামের শতাধি