জামালপুরে খরস্রোতা ব্রহ্মপুত্রে ধূ ধূ বালুচর
খরস্রোতা গভীরতম নদের নাম ব্রহ্মপুত্র। কালের পরিক্রমায় এখন পানি শুকিয়ে এ নদের বুকে জেগে উঠেছে বালুচর। শুষ্ক মৌসুমে বিগত বছরগুলোতে স্বল্প পরিমাণ পানির ক্ষীণ ধারা থাকলেও তিন বছর ধরে একেবারেই স্রোতধারা নেই। প্রতিবছর শীতের মাঝামাঝি থেকে এ নদ পানিশূন্য হয়ে পড়ছে। কোথাও কোথাও এ নদ মৃতপ্রায়। নদের বুক চিরে জে