ব্রহ্মপুত্রের পেটে ৩০০ ঘরবাড়ি
‘এমন ভাঙন জীবনেও দেহি নাই। বাড়িঘর সরানোর সময় পর্যন্ত দেয় না। সারা রাত ঘুমাতে পারি নাই। কেবল একটাই চিন্তা কখন যে ঘরসহ বসতভিটা নদীতে চলে যায়। ভোররাত থেকে ঘর ভাঙা শুরু করেছি, খাওয়া দাওয়া নাই। শেষ সম্বলটুকু রক্ষা করতে পারব কিনা জানি না।