গোল করেই এরিকসেনকে স্মরণ করলেন লুকাকু
ম্যাচের তখন ১০ মিনিট, রাশিয়ার জালে বল জড়িয়েই গোল উদ্যাপন করতে সাইড লাইনের দিকে রোমেলো লুকাকুর দৌড়। ক্যামেরার লেন্স মুহূর্তেই খুঁজে নিল লুকাকুকে। ক্যামেরার খুব কাছে গিয়ে বললেন ক্রিস ক্রিস! আমি তোমাকেও ভালোবাসি! আগের ম্যাচেই ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন মাঠেই জ্ঞান হারালে পুরো ফুটবল বিশ্