বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে হলো ১০০
বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন–সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।