সায়েন্টিফিক অফিসার পদের প্রস্তুতি
সায়েন্টিফিক অফিসার বিসিএস সমমান একটি পদ। কৃষি, মৎস্য, ভেটেরিনারি এবং সয়েল সায়েন্সসহ কৃষিবিষয়ক ক্যাডারেও এ পদে বিসিএস থেকে নিয়োগ হয়। এ পদের জন্য কীভাবে প্রস্তুতি শুরু করবেন, সে-সম্পর্কে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাবার বোর্ডের সায়েন্টিফিক অফিসার আবু তালেব সুরাগ।