হরিপুরে বিরল রোগে আক্রান্ত একই পরিবারে তিন শিশু
বিরল রোগে আক্রান্ত হওয়া এই শিশুরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কাদশুকা গ্রামের শ্রী বাদুল সিংহের তিন শিশু সন্তান। এই রোগে আক্রান্ত ছেলেদের চিকিৎসায় নিঃস্ব হয়ে পড়েছেন বাবা বাদুল সিংহ। এখন বাস্তু ভিটা ছাড়া আর কোন অবলম্বন নেই তাঁর।