শাহজালালে ‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে ছুটছিল বিমানের উড়োজাহাজ
‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। উড্ডয়নের আগমুহূর্তে গতি কমিয়ে উড়োজাহাজটি ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা দেওয়া হয়, উড়োজাহাজটির মাঝখানের দুটি দরজা আনলকড দেখাচ্ছে। বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।