নতুন ঘর-দোকান পেলেন সেই এতিম তিন বোন
পুলিশ সুপার বুধবার বিকেলেই বামনা উপজেলার রামনা ইউনিয়নে গোলাঘাটা গ্রামে তিন বোনের বাড়িতে যান কাগজপত্র দেখে এতিম তিন বোনের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দিতে দখলদার আবদুল মান্নান, আশরাফ আলী, শাহজাহান ও সামসুজ্জামানের দখল থেকে সরিয়ে দেন। একই সঙ্গে, পুলিশ সুপার এতিম তিন বোনকে নতুন ঘর, পড়াশোনা, চিকিৎসা...