জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাকে পিটিয়ে আহত করেছে সন্তান
বরিশালের বানারীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার বিকেলে মাকে পিটিয়ে আহত করেছেন শহিদ ওরফে টাইগার শহিদ নামের এক সন্তান। ছেলের হাতে নির্যাতনের স্বীকার ওই নারীর নাম রিজিয়া বেগম। বৃহস্পতিবার সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।