ফকিরহাটে অচল স্লুইসগেট ও ভরাট খাল: জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকেরা
উপজেলার সতীরডাঙা এলাকায় বগুড়ার বিলে চাষি শেখ সুজা জানান, তার আড়াই বিঘা জমিতে বৃষ্টির পানি জমে প্রায় ৩ লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে। শষা, মরিচ ও চালকুমড়া গাছ মরে যাচ্ছে। বেগুণ গাছ তাজা দেখালেও ইতিমধ্যে এর গোড়ায় পঁচন ধরেছে। রোদ উঠলেই গাছগুলো ঢলে পড়বে। অসংখ্য বেগুন ইতিমধ্যে পঁচে গেছে। বিলের ৩০ থেকে ৩৫