৯ গোলের দুঃস্বপ্ন থেকে মশার যন্ত্রণা, বাংলাদেশ-হংকং লড়াইয়ে আরও যা ঘটেছে
পঞ্চমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে হংকংয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তাও ১৯ বছর পর। আগের চারবারের দেখায় কোনোটিতেই অবশ্য জয়ের দেখা মেলেনি। তিনটি হারের বিপরীতে এসেছে কেবল একটি ড্র। এই চার লড়াইয়ে যেমন হতাশা আছে, আক্ষেপ আছে, তেমনি আছে বিতর্কিত মুহূর্তও। ফিরে দেখা যাক সেই লড়াইগুলো।