সেন্ট মার্টিনের পথে চিপসের ছড়াছড়ি, কমে যেতে পারে গাঙচিলের ডিম পাড়া
প্রতিটি জাহাজে প্রায় অর্ধশত চিপস বিক্রি হয় মূল্য তালিকার চাইতে দ্বিগুণ দামে। চলাচলরত সাতটি জাহাজ থেকে আসা-যাওয়া মিলিয়ে সিজনের প্রতিদিন অন্তত ৭০০ চিপস ক্রয়-বিক্রয় হয়, যার অধিকাংশই গাঙচিলদের দেওয়া হয়। চিপস খাওয়ানো শেষে অধিকাংশ প্যাকেট ফেলে দেওয়া হচ্ছে নাফ নদী ও বঙ্গোপসাগরে। কক্সবাজারের বন্যপ্রাণী ও জী