আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো
হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।