১৭ বছর ধরে রেকর্ডটা রিয়ালেরই থাকল, কী বলছেন কোচ
রিয়াল মাদ্রিদ তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পায়নি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা তাদের ক্যাবিনেটে কতটি আছে, সেটা তারা গুণেও শেষ করতে পারবে না। একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গড়ছে নিত্যনতুন রেকর্ডও।