শখের বসে ধূমপায়ী থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে প্রজন্মের শিশু-কিশোরেরা
আসক্ত অনেক শিশু-কিশোর মনে করে, সিগারেট খাওয়া স্মার্টনেস বা ফ্যাশনের অংশ। ধূমপান না করলে ‘হাফ লেডিস’ বলে টিপ্পনী কাটে আসক্ত বন্ধু-সহপাঠী। তাই অনেকে এসব টিপ্পনী থেকে বাঁচতে এবং স্মার্ট হওয়ার আশায় ধূমপানে আসক্ত হয়ে পড়ে।