যে বিচার বিক্রি করবে, তাকে বিচারকের আসনে বসাব না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘যে বিচার বিক্রি করবে, তাকে আমরা বিচারকের আসনে বসাব না। যারা পরিশ্রম করবে না, তাকেও বসাব না। তাকেই আমরা নিয়োগ দেব, যে শতভাগ সৎ হবে, পরিশ্রমী হবে। যে বিচারপ্রার্থীদের প্রতি দরদ দিয়ে তাকাবে।’