ঢাকা-প্যারিসের মধ্যে তিনটি চুক্তি সই
আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতাসংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ফ্রান্স। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুটি চুক্তি অনুযায়ী, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ঢাকাকে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে ফ্রান্স।