ভ্যাটিকেনের দ্বিতীয় শীর্ষ পদে প্রথম নারী
ধর্ম প্রচার সংশ্লিষ্ট পদগুলো বাদে ভ্যাটিকেনের অন্যান্য পদে নারী না থাকার কোনো কারণ নেই বলে মনে করেন পোপ ফ্রান্সিস। এ কারণে সম্প্রতি নারীদের বড় পদে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ভ্যাটিকেন সিটির আইন অনুযায়ী, পাদ্রী, ডিকন, বিশপ, কার্ডিনাল পদগুলোতে নারী নিষিদ্ধ।