পাহাড়ে উঠতে রোবোটিক পা ভাড়া নিচ্ছেন পর্যটকেরা
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।