বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ২ কিশোরীর মৃত্যু
দুপুরে বাড়ির পাশে পুকুরে গবাদিপশুর জন্য মাঠ থেকে নিয়ে আসা ঘাস পানিতে ধোয়ার জন্য মল্লীকা, প্রিয়াঙ্কা ও ময়না পুকুরে নামে। এ সময় পানিতে ডুবে গেলে পুকুরের পারে থাকা শিশুরা চিৎকার দেয়। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পুকুর থেকে তিনজনকে উদ্ধার করলে ঘটনাস্থলে মল্লীকা ও ময়না মারা যায়