কোটালীপাড়ায় জ্ঞানের আলো সেলুন পাঠাগার উদ্বোধন
এসো আলোকিত মানুষ হই-এই স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদ্বোধন করা হল দুটি সেলুন পাঠাগারের। আজ সকালে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলার রামশীল ও ত্রিমুখী বাজারের দুটি সেলুনে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের কৃতি সন্তান ও দিনাজপুর কাস্টমসের এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস।