কর্মক্ষেত্রে নয়, তিনি ব্যস্ত নিয়োগ ও বদলি-বাণিজ্যে
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার। তিনি সংস্থাটিতে নকশাকারক পদে চাকরি করলেও নিয়মিত অফিস করেন না বলে অভিযোগ রয়েছে; বরং ব্যস্ত থাকেন আউটসোর্সিংয়ে কর্মচারী নিয়োগ, মাস্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণ, পদোন্নতি, বদলি, আবাসন বরাদ্দ ও টেন্ডারবাজির মতো নানা কাজের তদবিরে।