‘ধর্ম অবমাননার প্রমাণ নেই ’
১৯ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের কাপুরথালা জেলার নিজামপুর গ্রামের একটি গুরুদুয়ারার (শিখদের উপাসনালয়) নিশানে সাহিব বা শিখদের পতাকা সরানোর অপরাধে এক ব্যক্তিকে পুলিশের উপস্থিতিতে গণপিটুনিতে খুন করা হয়। এই ঘটনায় ওই গুরুদুয়ারার তত্ত্বাবধায়ক অমরজিৎ সিংকে গতকাল গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে খু