সু চির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না আসিয়ানের বিশেষ দূত
মিয়ানমারের জান্তা সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যে সংলাপ শুরুর জন্য বিশেষ দূত নিয়োগ করেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান। মিয়ানমারে প্রবেশে এই বিশেষ দূতের কোনো বাধা নেই জানালেও অং সান সুচির সঙ্গে সাক্ষাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির জান্তা সরকার।