ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের তিন নম্বর বাচ্চাও লাফায়: ওবায়দুল কাদের
‘বিএনপির অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। পদ্মা সেতু ঠেকাতে পারেনি। বলেছিল, জোড়াতালির পদ্মা সেতু, উপড়ে উঠলে ভেঙে পড়ে যাবে। এখন যে এদিক-ওদিক যাতায়াত করেন, শরম লাগে না, লজ্জা লাগে না! পদ্মা সেতু ঠেকাতে পারেনি। এখন জালা হচ্ছে এটা। পায়রা সেতু হয়ে গেছে, কুয়াকাটায় তিন সেতু হয়ে গেছে।