পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি
পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই নিতে এসে খালি হাতে ফিরে গেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা বই নিতে ভিড় করে। তবে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অন্য সব ক্লাসে সরকারি নির্দেশনা অনুযায়ী বই বিতরণ করা হয়।