প্রয়োজনে মরতে রাজী নেইমার
বাঁচা-মরার ম্যাচ শুরুর আগেই পিছিয়ে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যেতে হলে জ্বলে উঠতে হবে দুই তারকা নেইমার–এমবাপ্পেকে। তবে চোটের কারণে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। নেইমার অবশ্য বুক চিতিয়ে জানান দিচ্ছেন, দলকে ফাইনালে তুলতে নিজের সর্বস্বটুকু ঢেলে দেবেন মাঠে।