শুধুই আশ্বাস, ছাত্রলীগ কর্মী সবুজের পরিবারের পাশে নেই কেউ
নীলফামারী সদরের আরাজী দলুয়া বাংলা বাজারের বাসিন্দা আব্দুর রহিম বাদশা দিনমজুরি ও তাঁর স্ত্রী সূর্য্য বানু কাজ করেন অন্যের বাড়িতে। দুজনের সামান্য আয়ে সাত সদস্যের পরিবারের ভরণপোষণের পাশাপাশি ছেলে সবুজ আলীকে পড়াচ্ছিলেন ঢাকা কলেজে। খরচ জোগাতে সবুজ ঢাকায় রিকশা চালিয়েছেন, দোকানে কাজ করেছেন। স্বপ্ন দেখছিলেন