ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর
ইউনূস সাব যেই কথাটা কইতে পারে না, ওই কথাটা কওয়ায় ভদ্রমহিলা রিজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েক দিন পরে গলা টান দিয়া কইছে—স্যার কইছে, ইলেকশন ডিসেম্বর মাসে দিবে। তবে ছয় মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে, তখন বলবে, আরে, জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন।