ফতুল্লায় মাদক কারবারের পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা
মাদক কারবারিরা বাবুকে বলেন, ‘তোমার ভাইয়ের কাছে টাকা পাই, সেই টাকা দিয়ে তাকে নিয়ে যাও।’ টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবুকেও মারধর করা হয়। এরপর স্বপন মোল্লার নিথর দেহ ভ্যানে উঠিয়ে বাবুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।