‘বাবার শখ’ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন পরিচ্ছন্নতাকর্মী
কুড়িগ্রামে এসে হেলিকপ্টারে বউ নিয়ে গেলেন নেত্রকোনার বর হরিজন অপু বাঁশফোর। প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেছেন বলে তিনি জানান। জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণির কর্মচারী অপুর এ জন্য ঘণ্টায় খরচ হয়েছে ৮০ হাজার টাকা। তবে মোট কত টাকা ব্যয় হয়েছে, তা জানা যায়নি। আজ বুধবার দুপুরে বরযা