বিলের মাঝে অলস সেতু
দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়নের গালা বাজারসংলগ্ন একটি সেতু ২০১৫ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সেতুটির দুই পাশে নেই কোনো রাস্তা। স্থানীয়রা বলছেন, সেতুটি চলাচলের কোনো কাজেই আসে না। সরেজমিনে দেখা যায়, সেতুর নাম ফলকে লেখা গালা-ধুনট রাস্তা।